এই মুহূর্তে জেলা

বিজেপি তৃণমূল সংঘর্ষে রাজনৈতিক উত্তেজনা পুরশুরায়।

পুরশুরা, ১৩ সেপ্টেম্বর:- হুগলির পুড়শুড়ায় আবারও বিজেপি তৃনমুল সংঘর্ষের ঘটনায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে পুড়শুড়া থানার অন্তর্গত চিলাডাঙ্গী অঞ্চলের যশার এলাকায়। ঘটনা গুরুতর আহত এক তৃনমুল কর্মী। তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পুলিশ অষ্টম ঢল নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে। তৃনমুল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেও এলাকায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পুড়শুড়া এবং আরামবাগ ব্লকের মধ্যবর্তী যশার এলাকায় তৃণমূল কর্মীকে মারধর করা হয়। অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি। আহত তৃণমূল কর্মীর নাম কদম রসোল মোল্লা। এই বিষয়ে আহত তৃনমুল কর্মীর দাবি, সে নিত্য দিনের মতো আজও রাজ্য সরকার কতৃক জব কার্ডের কাজ পর্যবেক্ষণ করার জন্য ওই এলাকায় গিয়েছিল।

সেখানে বিজেপির কিছু দুষ্কৃতী তাকে ঘিরে ধরে মারধোর করে। তিনি বলেন,আক্রোশ ছিলো। পূর্বপরিকল্পনা মতো মারধর করা হয়। বর্তমানে এই আহত তৃণমূল কর্মী আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে আর একজন তৃনমুল কর্মী জানান, ১০০ দিনের কাজ চলছিলো। পুড়শুড়ার চিলাডাঙ্গি এলাকায় কাজ চলাকালিন বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা মারধর করে। ফোনে ভয়েস মেসেজের মাধ্যমে হুমকিও দেয়। অপরদিকে পুড়শুড়ার বিধায়ক তথা আরামবাগ মহকুমার বিজেপি নেতা বিমান ঘোষ বলেন, এটা মিথ্যা অভিযোগ। তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্বের জেড়ে মারপিট হয়। নিজেরা মারপিট করে বিজেপির ছেলেদের ফাঁসাচ্ছে। স্থানীয় সুত্রে জানা গেছে থানায় এই বিষয়ে ছয় জনের নামে অভিযোগ হয়। পুলিশ একজনকে গ্রেফতার করে। বাকীদের খোঁজে নাকি তল্লাশি চলছে।