এই মুহূর্তে জেলা

শিক্ষক দিবসে বাড়ি বাড়ি শিক্ষা পৌঁছে দেওয়ার ভাবনা তৃনমুল পরিচালিত শিক্ষক সংগঠনের।

আরামবাগ, ৫ সেপ্টেম্বর:- ৫ই সেপ্টেম্বর মানেই সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস পালন। ভারতবর্ষের আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ৫ই সেপ্টেম্বর ১৮৮৮ জন্ম গ্রহন করেন। এই মহান মানুষের জন্মদিনই শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। আর এই শিক্ষক দিবসে বাড়ি বাড়ি শিক্ষা পৌঁছে দেওয়ার ভাবনা তৃনমুল পরিচালিত শিক্ষক সংগঠনের। আরামবাগ হাইস্কুলে শিক্ষক দিবস অনুষ্ঠানে তেমনি ইঙ্গিত দিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তীর। এদিন আরামবাগ হাইস্কুলে শিক্ষক দিবস পালনের পাশাপাশি ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায়, আরামবাগ জেলা যুব তৃণমূলের সভাপতি পলাশ রায়, পৌর প্রশাসক স্বপন নন্দী, হুগলি জেলা শিক্ষা কর্মধ্যক্ষ্য মনোজ চক্রবর্তী, স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়সহ বিশিষ্টজনেরা।

এই বিষয়ে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃনমুল নেতা মনোজ চক্রবর্তী জানান, শিক্ষকরা সমাজের মেরুদণ্ড। তৃনমুল শিক্ষক সমিতির পক্ষ থেকে এদিন রক্তদান সহ নানা মানবিক কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন একটা দাবী, করোনা পরিস্থিতিতে ছাত্রদের স্বার্থে ছোট ছোট ক্লাসে পাঠদান করাতে চাই। অপরদিকে, আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ রায় জানান, ৫ই সেপ্টেম্বর জাতীয় জীবনে একটা গর্বের দিন। জাতী ও সমাজ যখন মুল্যবোধ হারিয়ে ফেলে তখন শিক্ষকরা এগিয়ে আসেন। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাবো। সবমিলিয়ে একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন করে বলার কিছু নেই। এই জন্য ছাত্র ছাত্রীসহ সকল মানুষের কাছে এই দিন, খুবই তাৎপর্যপুর্ন।