এই মুহূর্তে জেলা

ফের সিবিআইয়ের দল হাওড়ায়।

হাওড়া, ৫ সেপ্টেম্বর:- ভোট-পরবর্তী অশান্তির ঘটনা পর্যবেক্ষণে এক সপ্তাহের ব্যবধানে ফের হাওড়ায় এলেন সিবিআইয়ের প্রতিনিধিরা। রবিবার দুপুরে লিলুয়া থানার অন্তর্গত কোনা পূর্বপাড়া খালপাড় এলাকায় আসেন তাঁরা। সেখানে বিজেপি কর্মী রণজিৎ দাসের বাড়িতে তিন সদস্যের সিবিআইয়ের দল আসেন। ভোট পরবর্তী অশান্তির ঘটনা সরেজমিনে খতিয়ে দেখে পুঙ্খানুপুঙ্খ বয়ান নেন তাঁরা। উল্লেখ্য, রাজ্যে ভোট-পরবর্তী অশান্তির ঘটনার তদন্তে নেমে এর আগে গত রবিবার ২৯ আগস্ট হাওড়া সহ রাজ্যের কয়েকটি প্রান্তে অভিযান চালিয়েছিল সিবিআইয়ের তদন্তকারী দল। হাওড়াতেও কয়েকটি জায়গা পরিদর্শনের পাশাপাশি আক্রান্তদের বাড়িতে যান তাঁরা। হাওড়ার ৮ নং ওয়ার্ডের বেলগাছিয়ার বাসিন্দা দেবলীনা ঘোষ দাসের বাড়িতে আসেন সিবিআইয়ের তদন্তকারীরা। এছাড়াও ওইদিন সিবিআইয়ের ওই দল হাওড়ার কোনা পূর্বপাড়া খালধারেও আরেকটি ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তেও যান। পরে তদন্তকারীদের দল যান ডোমজুড়ের রাজীবপল্লিতেও। এক সপ্তাহ পর ফের এদিন হাওড়ায় এলেন সিবিআইয়ের তদন্তকারী দল।