কলকাতা, ৪ সেপ্টেম্বর:- নির্বাচন কমিশন রাজ্যের বকেয়া বিধানসভা ভোট এবং উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। কমিশনের তরফ সে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে। একই দিনে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট নেওয়া হবে। ৩ অক্টোবর ভোট গননা হবে। ওই দিনই ওডিশার পিপলি কেন্দ্রেও ভোট নেওয়া হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তিন আসনের জন্য,মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে নির্বাচন প্রক্রিয়া।
করোনা পরিস্থিতিতে ভোটের আয়োজন করার জন্য নির্বাচন কমিশন একাধিক নিয়ম বলবৎ করেছে । মনোনয়ন প্রচারসহ সামগ্রিক ভোট পর্বে সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে কোভিড বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে।মনোনয়ন জমা দেওয়ার সময় কোনও মিছিল করা যাবে না। রিটার্নিং অফিসারের দপ্তরের ১০০ মিটারের মধ্যে ৩টি গাড়ি রাখার অনুমতি দেওয়া হয়েছে। রুদ্ধদ্বার প্রচার সভার ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ জন অথবা আসন সংখ্যার ৩০ শতাংশ যেটি কম হবে সেই অনুপাতে লোক সমাগমের অনুমতি দেওয়া হয়েছে। সর্বোচ্চ ১ হাজার জন অথবা ৫০ শতাংশ লোক নিয়ে রাজনৈতিক দলগুলি খোলা জায়গায় প্রচার সভার আয়োজন করতে পারবে। প্রচারে কোনও রকম রোডশো, বাইক র্যালির আয়োজন করা যাবে না। ভোটগ্রহণের ৭২ ঘন্টা আগে প্রচার পর্ব শেষ করতে হবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।