হাওড়া, ৪ সেপ্টেম্বর:- এক যুবকের দেহাবশেষ ইটভাটা থেকে উদ্ধার করলো পুলিশ। ওই যুবকের নিখোঁজ রহস্যের সমাধান করতে গিয়ে হদিস পেল একটি আন্তঃজেলা মোটরবাইক চুরি চক্রের। প্রায় তিনমাস আগে টাকাপয়সা পাওয়াকে কেন্দ্র করে খুন হতে হয় তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার মানিকপুর থেকে নিখোঁজ হয় শেখ হাসান নামের ওই যুবক। মানিকপুরের রাস্তার পাশ থেকে উদ্ধার হয় তার পতিত্যক্ত মোটর বাইকটি। পরিবারের লোকজন মানিকপুর তদন্তকেন্দ্রে প্রথমে নিখোঁজের ডায়েরি করেন। পরে অপহরণের মামলা দায়ের করা হয়।
এই অপহরণের মামলার তদন্তে নেমে কয়েকদিন আগে মানিকপুর থেকে নিয়ামুল শেখ নামে ওই যুবকের সাগরেদকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিয়ামুল পুলিশকে প্রথমে মোটরবাইক চুরি চক্রের সন্ধান দেয়। ধৃত ব্যক্তি স্বীকার করে তাদের চারজনের একটি দল পাশাপাশি জেলাগুলি থেকে মোটরবাইক চুরি করে এনে বিক্রি করত। শেখ হাসান ওই দলের অন্যতম পান্ডা। পুলিশ জানায়, আরও জিজ্ঞাসাবাদের সময় ভেঙে পড়ে নিয়ামুল স্বীকার করে নেয় মোটরবাইক চুরির ভাগ বাটোয়ার নিয়ে গোলমালের জন্য তারা তিনজন মিলে শেখ হাসানকে মেরে ইটভাটায় পুঁতে দিয়ে আসে। পুলিশ শুক্রবার ধৃতকে নিয়ে ওই ইঁটভাটায় তল্লাশি চালায়। ধৃতের বয়ান মত এরপর মাটি খুঁড়ে উদ্ধার হয় নিখোঁজ যুবকের দেহাবশেষ। পুলিশ দেহাবশেষটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।