এই মুহূর্তে জেলা

ডোমজুড়ে বাঘের আতঙ্ক, বন দফতরের দাবি এটি বাঘরোল। পাতা হলো খাঁচা।


হাওড়া, ৩০ আগস্ট:- রাতের অন্ধকারে বাঘের আতঙ্ক ছড়ালো হাওড়ার ডোমজুড়ে। গত তিনদিন ধরে স্থানীয় কোরলা সর্দারপাড়ায় রাতের অন্ধকারে বাঘের মতো দেখতে একটি প্রাণীকে দেখেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার সিসিটিভিতেও বাঘের মতো দেখতে সেই প্রাণীটির ছবি ধরা পড়ে। সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে আশপাশের কয়েকটি গ্রামেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা রবিবার সেখানে যান। বন দফতরের হাওড়া আরবান ডেপুটি রেঞ্জার সনৎ কুমার ভট্টাচার্যের নেতৃত্বে টিম পৌঁছে যান সেখানে। বন দফতরের আসার খবর রটে যেতেই সেখানে শয়ে শয়ে মানুষ ভীড় জমান।

সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং সেই ভিডিও ছবি দেখে বন দফতরের কর্মীরা নিশ্চিত হন এটি বাঘ নয়। এটি মেছো বিড়াল। যা বাঘরোল বলেও পরিচিত। এটি আকারে অনেকটাই বড়ো, তাই মানুষের মধ্যে বাঘ নিয়ে ভীতির সঞ্চার ঘটেছে। এটি বাঘ নয় বলে বনকর্মীরা সাধারণ মানুষকে বোঝালেও সেখানে প্রচুর মানুষের ভিড় জমে যায়। বনকর্মীরা সেখানে খাবারের টোপ দিয়ে একটি খাঁচা পাতেন। সোমবার সন্ধ্যে পর্যন্ত সেই প্রাণীটি খাঁচায় ধরা পড়েনি। তবে এই আতঙ্ক সৃষ্টি হওয়ায় এলাকার মানুষ সন্ধ্যের পর ঘর থেকে বেরতেও এখন ভয় পাচ্ছেন।