হুগলি, ২৪ আগস্ট:- চাঁপদানীর জিআইএস কটন মিলে ভয়াবহ আগুন, নেভাতে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে। মিল ম্যানেজার ডিকে সিং জানান,মিলের মিক্সিং ইউনিটে আগুন লাগে সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সিল্ক কটন সুতো তৈরীর কাঁচামাল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে।
কটন মিলের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে খবর দেওয় হয় দমকলে। শ্রীরামপুর চাঁপদানী ও ভদ্রেশ্বর থেকে দমকলের মোট তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। প্রায় এক ঘন্টা পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তার আগেই পুরে ছাই হয়ে যায় বেশ কিছু কাঁচা মাল। কি কারনে আগুন খতিয়ে দেখছে দমকল বিভাগ।