আরামবাগ, ২২ আগস্ট:- পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর পক্ষ থেকে আরামবাগ পৌরসভা গৌরহাটি মোড়ে রাখি বন্ধন উৎসব পালিত হলো রবিবার। এই উৎসবের মাধ্যমে এদিন করোনা পরিস্থিতিতে মাক্স বিতরণ থেকে শুরু করে স্যানিটাইজার দেওয়া হয়।পাশাপাশি বেশ কিছু মানুষকে নিয়ম মেনে রাখি পড়ানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়াসহ অন্যান্যরা।
এই বিষয়ে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী জানান, রাজ্যের যুব কল্যান দপ্তরের পরিচালনায় এই অনুষ্ঠান হয়। করোনা পরিস্থিতি এদিন মাক্স ও স্যানিটাইজার দেওয়া হয়। রাখি বন্ধন উৎসব একটি পবিত্র ও ভারতীয়দের কাছে একটা ঐতিহ্যময় উৎসব। ঐক্য বদ্ধ সমাজ এবং ভাই ও বোনের অটুট বন্ধনের বার্তা দেয় এই উৎসব।