এই মুহূর্তে জেলা

লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্র নিতে পাঁচিল টপকালেন লক্ষ্মীরা!

সুদীপ দাস, ১৬ আগস্ট:- মুখ্যমন্ত্রীর নয়া ঘোষনার ফলে নতুন করে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম নিতে হবে। আর সোমবার ৩য় তৃণমূল সরকারের “দুয়ারে সরকার” শুরুর দিন সেই আবেদন পত্র নিতেই তুলকালাম বিভিন্ন ক্যাম্পে। চুঁচুড়ার সাহাগঞ্জে ঝাঁপপুকুর উন্নয়ন সমিতিতে হওয়া দুয়ারে সরকারের ক্যাম্পে সকাল থেকেই ভিড় উপচে পরে। সকালে ক্যাম্প পরিদর্শনে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জী সহ সরকারি আধিকারিকরা। তাঁরা সমস্ত ক্যাম্প ঘুরে দেখেন। বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য এখানে আলাদা আলাদা টেন্টের ব্যাবস্থা করা হলেও লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্র নিতে মহিলাদের ভিড় উপচে পরে।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে লক্ষ্মীর ভান্ডারের লাইনে দাঁড়ানোর জন্য সামনে থেকে জায়গা না পাওয়ায় পিছনের পাঁচিল টপকাতেও দ্বিধা বোধ করেন না শাড়ি পরিহিত লক্ষ্মীদেবীরা। যে কোন প্রকারে আবেদন পত্র নিতেই হবে। পুলিশি ব্যাবস্থা থাকলেও এদিন মহিলাদের লাইনে দাঁড়ানো নিয়ে নিজেদের মধ্যে দফায় দফায় অশান্তির সৃষ্টি হয়। দুপুরে এখানে উপস্থিত হন চন্দননগর পুলিশ কমিশনার অর্নব ঘোষ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও মহিলাদের পাঁচিল টপকাতে দেখে অনেকেরই চোখ কপালে। কেউ কেউ রসিকতা করে বলছেন ভান্ডার ভরাতে লক্ষ্মীরূপিনী মাকে মা রণচন্ডী হয়ে উঠতে সময় লাগে না!