এই মুহূর্তে জেলা

আমার গ্রাম আমার বাগান ” প্রকল্পের উদ্বোধন হলো গোঘাটে।


আরামবাগ, ১৩ আগস্ট:- আরামবাগ মহকুমার গোঘাট দুই নম্বর ব্লকে “আমার গ্রাম আমার বাগান ” প্রকল্পের উদ্বোধন হয়ে গেলো। গোঘাটের শ্রীপুরে এই প্রকল্পের সুচনা হয়। জানা গিয়েছে কামারপুকুর পঞ্চায়েতের উদ্যোগে রাজ্য সরকারের নতুন এই আমার গ্রাম আমার বাগান প্রকল্পটির উদ্বোধন হয়। এদিন মোট ৫০০ টি আম গাছ রোপন করা হয়। এই প্রকল্পের মোট ব্যয় বরাদ্দ করা হয় দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট দুই নম্বর ব্লকের বিডিও দেবাশীষ মন্ডল, কামারপুকুর পঞ্চায়েতের প্রধান তপন মন্ডল।

এই বিষয়ে বিডিও দেবাশীষ মন্ডল জানান, ১০০ দিনের কাজের আওতায় এদিন আমার গ্রাম আমার বাগান প্রকল্পে ৫০০ গাছ লাগানো হলো।সারা পৃথিবী জুড়ে প্রাকৃতিক বিপর্যয়ে গাছ নষ্ট হচ্ছে। তাই পৃথিবীকে সুস্থ ও স্বাভাবিক রাখতে এই প্রকল্পের মাধ্যমে গাছ লাগানো হলো। অন্যদিকে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান তপন মন্ডল বলেন, এদিন আম্রবৃক্ষ রোপনের মাধ্যমে গোঘাটের কামারপুকুরে আমার গ্রাম আমার বাগান প্রকল্পের সুচনা হয়েছে। এই প্রকল্পের সুচনা করেন স্থানীয় বিডিও।সবমিলিয়ে এদিনের এই বৃক্ষরোপন কর্মসূচিরকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।