এই মুহূর্তে জেলা

বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে পথে নামলেন এলাকার বাসিন্দারা।

হাওড়া , ১০ আগস্ট:- হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে পথে নামলেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে অফিস টাইমে দাসনগর বাসস্ট্যান্ড সংলগ্ন রেল ব্রিজের সামনে কয়েকশো মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, বৃষ্টি হলে সেই জল কিছুতেই এলাকা থেকে নামে না। জমা জলেই তাদের দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। বছরের পর বছর ধরেই চলে আসছে একই সমস্যা। প্রশাসন বা পুরসভা কোনও ব্যবস্থা নিচ্ছে না।

এর প্রতিবাদেই এদিন সকালে হাওড়ার দাশনগরের কাশীপুর এলাকার মানুষ পথ অবরোধ শুরু করেছেন। হাওড়া আমতা রোড অবরোধ হয়েছে অফিস টাইমে। পুলিশ এসে পৌছালেও এখনও পর্যন্ত অবরোধ চলছে। হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়েই বিক্ষোভ করছেন এলাকার মানুষ। তাদের দাবি, যতক্ষণ না পুর প্রশাসন তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন কতদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।