এই মুহূর্তে জেলা

পছন্দসই বিষয় নিয়ে একাদশ শ্রেনীতে ভর্তির দাবীতে উত্তেজনা চুঁচুড়ার স্কুলে।

সুদীপ দাস, ৫ আগস্ট:- পছন্দসই বিষয় নিয়ে একাদশ শ্রেনীতে ভর্তির দাবীতে উত্তেজনা চুঁচুড়া বানীমন্দির বালিকা বিদ্যালয়ে। এই দাবীতে বৃহস্পতিবার স্কুলে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অভিভাবকদের বক্তব্য দীর্ঘদিন ধরে তাঁদের মেয়েরা এই স্কুলে পড়াশুনা করলেও একাদশ শ্রেনীতে ভর্তির জন্য গড়িমসি করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে তাঁদের সন্তানরা হীনমন্যতায় ভূগতে শুরু করেছে। ইতিমধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের ভর্তি না নেওয়ার সিদ্ধান্তের ফলে ভবিষ্যৎের কথা চিন্তা করে শরীর খারাপ হওয়া শুরু হয়েছে অনেকের। বৃহস্পতিবারই এই বিদ্যালয়ের ছাত্রী স্বপ্না খাতুন অসুস্থ হয়ে পরে। তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয় চুঁচুড়া হাসপাতালে। এদিন সকলের ভর্তির দাবীতে অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত হন। সেখানে শিক্ষিকাদের সাথে বচসা বাঁধে অভিভাবকদের।

অভিভাবকদের বক্তব্য অন্য স্কুলের ছাত্রীকে ভর্তি নিলেও নিজেদের স্কুলের পড়ুয়াকে ভর্তি নেওয়া হচ্ছে না। এই খবর সংগ্রহ করতে প্রথম দিকে সাংবাদিকদের বাঁধা দেয় শিক্ষিকারা। পরে চাপে পরে ঘটনার বিষয়ে ব্যাখ্যা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ধৃতি ব্যানার্জী। তিনি বলেন মাধ্যমিকে মোট ছাত্রীর সংখ্যা ছিলি ১৫০ জন। এবার সরকারী নিয়ম অনুযায়ী সকলেই উত্তীর্ণ হয়েছে। কিন্তু একাদশ শ্রেনীতে আসন সংখ্যা মোট ১১০. অন্য স্কুলের ছাত্রীদের ভর্তি নেওয়ার অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা বলেন আমরা সকলকেই ভর্তি নিতে চাই। কিন্তু সকলেকে ল্যাবে জায়গা দেওয়া সম্ভব নয়। তাই সকলেই যদি ল্যাবের বিষয় নিয়ে পড়তে চায় সেক্ষেত্রে জায়গা দেওয়া অসম্ভব। এবিষয়ে বিদ্যালয়ের পরিচালন সমিতি তথা চুঁচুড়ার পুরপ্রশাসক গৌরিকাসন্ত মুখার্জীরও একই দাবী। তিনিও বলেন সকলকে ল্যাবের বিষয় দেওয়া সম্ভব নয়।