এই মুহূর্তে জেলা

বন্যা প্লাবিত খানাকুলে জলবন্দি মানুষের উদ্ধারকার্যে পুলিশ প্রশাসন।


মহেশ্বর চক্রবর্তী, ৫ আগস্ট:- আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলের নির্দেশে পুলিশের একটি উদ্ধার কারী দল খানাকুলের ধান্যমগরী থেকে শিশু ও মহিলা সহ একটি পরিবারটিকে উদ্ধার করে।ঘটনাটি ঘটেছে হুগলি জেলার খানাকুলের ধান্যনগরী অঞ্চলে।জানা গিয়েছে হুগলির আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষক মন্ডলের উদ্যোগে পুলিশের একটি দল খানাকুলের প্লাবিত এলাকাগুলিতে উদ্ধার কার্য চালায়।বন্যায় জলবন্দি মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া থেকে শুরু করে তাদের খাবার ও পানীয় জলের ব্যবস্থা করে পুলিশ প্রশাসন।পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধান্যনগরী এলাকায় বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করার জন্য তৎপরতার সঙ্গে কাজ করতে হয়।

প্রবল জলস্রোতের মধ্যে গাছের সঙ্গে রসি বেঁধে জলে পরিপুর্ন বাড়ি থেকে জানালা দিয়ে এক জন এক জন করে বের করে আনা হয়।সবার আগে শিশু ও বয়স্ক দম্পতিকে বের করা হয়।তারপর পুরুষ ও মহিলাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।এই বিষয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল জানান, আমরা খানাকুল,পুড়শুড়া,গোঘাট ও আরামবাগে বন্যা দুর্গত মানুষদের উদ্ধার কার্য চালানোর জন্য একটি দল গঠন করেছি।খবর পেলেই পুলিশের পক্ষ থেকে উদ্ধার কার্য চালানো হচ্ছে। খানাকুলের ধান্যনগরী এলাকা থেকে প্রবল জলস্রোতের মধ্যেও ওই অসহায় পরিবারের সদস্যদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।