এই মুহূর্তে জেলা

গোঘাটে বন্যা পরিদর্শনে গিয়ে গাড়িতে বসেই দুর্গতদের সঙ্গে কথা বললেন মন্ত্রী রত্না দে নাগ।

আরামবাগ, ৪ আগস্ট:- হুগলি জেলার মধ্যে ১৪ টি ব্লক ২০২১ সালের বন্যা ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে গোঘাট এক নম্বর ব্লক অন্যতম।এদিন আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার কথা ছিলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রচন্ড বৃষ্টির জেড়ে মুখ্যমন্ত্রীর আরামবাগ সফর বাতিল হয়।এরপরই রাজ্যের মন্ত্রী রত্না দে নাগ এই মহকুমার অন্যতম প্লাবিত এলাকা গোঘাটের বালি অঞ্চল ঘুরে দেখেন। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহেবুব রহমান, জেলাপরিষদ কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, তৃনমুল নেতা নারায়ন চন্দ্র পাঁজা, তন্ময় চ্যাটার্জী সহ অন্যান্যরা। জানা গিয়েছে মন্ত্রী রত্না দে নাগ এদিন বালি অঞ্চলের বন্যা দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন

এবং তাদের সমস্যার কথা শোনেন। তিনি বলেন, আপনাদের পাশে সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। ঔষধ, খাবার, ত্রিপল ও প্রয়োজন সব জিনিস দেওয়া হচ্ছে। চাষের ও বাড়ির যে ক্ষতি হয়েছে তা বিডিও খতিয়ে দেখে রিপোর্ট পাঠালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে হুগলি জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহেবুব রহমান জানান, বন্যার জেড়ে হুগলি জেলার বিভিন্ন জায়গা জলবন্দি হয়ে পড়ছে। এই মহুর্তে আমরা বালি অঞ্চল পরিদর্শন করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সেবা করছেন সেই ভাবেই হবে। ফসলের যে ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সবমিলিয়ে এদিন গোঘাটের বন্যা দুর্গত মানুষের পাশে দেখা গেলো রাজ্যের মন্ত্রী রত্না দে নাগকে।