এই মুহূর্তে কলকাতা

জলাধারগুলি সংস্কারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৪ আগস্ট:- রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে এবং অবিলম্বে তাদের জলাধার গুলি সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।প্রধানমন্ত্রীকে তিনি লিখেছেন, পাঞ্চেত, মাইথন ও তেনুঘাট ব্যারেজ থেকে বিপুল পরিমান জল ছাড়া হচ্ছে। ইতিমধ্যেই ওই তিন জলাধার থেকে ২ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। সেই জলে হাওড়া, হুগলি, পূর্ববর্ধমান, বীরভূমের একটি বড় অংশ প্লাবিত হয়েছে।অত্যাধিক পরিমাণ জল ছাড়ার কারণেই ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বহু চাষের জমি, রাস্তা এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও চিঠিতে তিনি উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ২০১৫ সাল থেকে একাধিকবার ডিভিসি-র জলাধার গুলিরবসংস্কারের দাবি জানানো হলেও তা এখনও তার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমত অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে বাঁধ সংস্কারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করারও তিনি আর্জি জানিয়েছেন।