এই মুহূর্তে জেলা

হাতে ছাতা নিয়ে জলের মধ্যে নেমে আমতায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।

হাওড়া , ৪ আগস্ট:- হাওড়ার আমতায় বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী। জলমগ্ন এলাকা পরিদর্শন করেছেন তিনি। বৃষ্টির মধ্যেই হাতে ছাতা নিয়ে জলের মধ্যে নেমে পড়েন তিনি৷ সঙ্গে ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, মন্ত্রী পুলক রায়, বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্যরা। এদিন স্থির ছিল নবান্ন থেকে প্রথমে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে যাবেন মুখ্যমন্ত্রী। এরপর দুপুরে আকাশপথে হাওড়া ও হুগলি জলমগ্ন এলাকা হেলিকপ্টার থেকে তিনি পরিদর্শন করবেন। পরে দুর্যোগের কারণে আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন বাতিল হয়। সড়কপথে মুখ্যমন্ত্রী হাওড়ার আমতায় আসেন। তিনি জানিয়েছেন, বন্যা কবলিত রাজ্যের প্রতিটি জায়গাতেই উদ্ধারকাজে তদারকিতে মন্ত্রীদের পাঠানো হচ্ছে৷ প্রশাসনিক কর্তাদেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জলবন্দি মানুষের কাছে পানীয় জল, খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি জলস্তর বাড়ার আগেই মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি৷ প্রসঙ্গত উদয়নারায়ণপুর ও আমতার বন্যা পরিস্থিতি এখনও যথেষ্টই উদ্বেগজনক। উদয়নারায়ণপুরে জলের চাপ কিছুটা কমলেও, আমতা ২ নং ব্লকে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত। কয়েক হাজার মানুষকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয় সরানো হয়েছে।