এই মুহূর্তে কলকাতা

রিয়েল এস্টেট ব্যবসাকে উৎসাহ দিতে তৈরি হলো রেগুলেটরি কমিটি ।

কলকাতা, ৩ আগস্ট:- রাজ্যে রিয়েল এস্টেট ব্যবসাকে উৎসাহ দিতে এবং জমি বাড়ি ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থের কথা মাথায় রেখে রাজ্য সরকারি রিয়াল এস্টেট রেগুলেটরি কমিটি তৈরি করেছে। রাজ্যের আবাসন দপ্তরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে ২০১৬ সালের রিয়েল এস্টেট রেগুলেশন এন্ড ডেভেলপমেন্ট আইন বা রেরার আওতায় এই কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় আবাসন শিল্প নিয়ন্ত্রণ আইন রেরা-র (রিয়াল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট) আওতায় নতুন বিধি তৈরি করেছে রাজ্য। উল্লেখ্য, নতুন আবাসন আইনে নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ক্রেতার সায় ছাড়া নকশা না-বদলানো নিয়ে কড়াকড়ি, দাম হিসেবের ক্ষেত্রে কার্পেট এরিয়াকে মাপকাঠি ধরা ইত্যাদি।