এই মুহূর্তে জেলা

শহীদ বিমলা দে’র প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে হাওড়া ব্রিজে স্মরণ কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের।


হাওড়া , ১ আগস্ট:- দিনটা ছিল পয়লা আগস্ট, ১৯৯০ সাল। ওইদিন ট্রাম-বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণ আন্দোলন করতে গিয়ে হাওড়া ব্রিজে পুলিশের গুলিতে জখম হন হাওড়ার তৎকালীন মহিলা কংগ্রেস নেত্রী বিমলা দে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই প্রতি বছর পয়লা আগস্ট হাওড়া ব্রিজে বিমলা দে’র স্মরণে অনুষ্ঠান হয়। পরে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হবার পরে ওই অনুষ্ঠান পৃথকভাবে পালন করে আসছে হাওড়া জেলা সদর মহিলা তৃণমূল কংগ্রেস। এবারও তার অন্যথা হলনা। রবিবার পয়লা আগস্ট সকালে হাওড়া জেলা সদর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাওড়া ব্রিজে শহীদ বিমলা দে’র স্মরণে অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন সদরের দলের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়, দলের সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য, হাওড়া জেলা সদর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী রেখা রাউত, কার্যকরী সভানেত্রী মাধবী চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদিকা কবিতা হালদার, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরী, নন্দিতা চৌধুরী সহ অন্যান্যরা।