এই মুহূর্তে কলকাতা

শিক্ষক-শিক্ষিকাদের বদলির আবেদন অনলাইনে গ্রহনের জন্য চালু হলো উৎসশ্রী পোর্টাল।

কলকাতা, ৩১ জুলাই:- রাজ্য সরকার শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষাকর্মীদের বদলির আবেদন অনলাইনে গ্রহণ করার জন্য উৎসশ্রী পোর্টাল চালু করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ বিকাশ ভবনে এই পোর্টালের উদ্বোধন করে বলেন আগামী সোমবার থেকে এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করা যাবে। প্রাথমিক, উচ্চপ্রথমিক সহ যে কোন স্তরের বিদ্যালয়ে ন্যূনতম পাঁচ বছর রয়েছেন এমন শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের ফাইল কোথায় আটকে আছে এর মাধ্যমে সেই তথ্যও জানা যাবে।

আবেদনের সময় কোন সমস্যা হলে ১৮০০১০২৩১৫৪এই টোল ফ্রি নম্বর ছাড়াও ৮৯০২৬০২৫১৯ ও ৬২৯২২৬৩৩০০ এই দুটি হোয়াটসঅ্যাপ নম্বরে তা জানানো যাবে। onlineteachertransfer.com এই ইমেইলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে বলে মন্ত্রী জানিয়েছেন। পোর্টালের উন্নয়নে আর কি পদক্ষেপ নেওয়া যায় তার জন্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত পরামর্শ নেওয়া হবে বলে তিনি জানান। কুড়ি জন আধিকারিক গোটা প্রক্রিয়ার উপরে নজর রাখবেন। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেও এই প্রকল্পে আবেদন করা যাবে বলে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন।