এই মুহূর্তে কলকাতা

সোশ্যাল সাইডে পোস্ট করে বিজেপি ছাড়লেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।

কলকাতা, ৩১ জুলাই:- বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়! তিনি ফেসবুক পোস্টে লিখলেন চললাম। তাঁর কথায়,”সমাজসেবার কাজ করতে হলে কোনও দলে থাকতে হয় না। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।” শনিবার বিকেল চারটের কিছু পর বড়সড় এক পোস্ট করেন বাবুল। সঙ্গে ছিল হেমন্ত মুখার্জির বিখ্যাত ‘এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, চললাম’ গানের লিঙ্ক। পোস্টের ছত্রে ছত্রে অভিমানের ছাপ স্পষ্ট। শুরুতেই লিখেছেন, ‘চললাম সবার সব কথা শুনলাম – বাবা, (মা) স্ত্রী, কন্যা, দুএকজন প্রিয় বন্ধুবান্ধব সবটুকু শুনে বুঝেই অনুভব করেই বলি, চললাম ‘বেশ কিছু সময়ে তো থাকলাম’

কিছু মন রাখলাম কিছু ভাঙলাম কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ হতাশ করলাম। মূল্যায়ন আপনারাই নয় করবেন। আমি ‘আমার’ মনে ওঠা সব প্রশ্নের জবাব দেওয়ার পরই বলছি… আমার মতো করেই বলছি… চললাম সমাজসেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়, এই আপ্তবাক্য মনে করিয়েছেন বাবুল। সঙ্গে জানিয়েছেন, সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন। এর আগেও রাজনীতি ছাড়ার অনুরোধ করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বাবুল। তাঁর কথায়, বিগত কয়েকদিনে বার বার মাননীয় অমিত শাহ ও মাননীয় নাড্ডাজির কাছে রাজনীতি ছাড়ার সঙ্কল্প নিয়ে গেছি এবং আমি ওঁদের কাছে চিরকৃতজ্ঞ যে প্রতিবারই ওঁরা আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে ফিরিয়ে দিয়েছেন।’