এই মুহূর্তে জেলা

প্রবল বর্ষনে জলমগ্ন হয়ে পড়েছে আরামবাগ মহকুমার গোঘাটের বিস্তৃর্ন এলাকা।

আরামবাগ , ৩০ জুলাই:- প্রবল বর্ষনে জলমগ্ন হয়ে পড়েছে আরামবাগ মহকুমার গোঘাটের বিস্তৃর্ন এলাকা। এদিন দুর্যোগে দুর্গত মানুষের পাশে দেখা গেলো গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে। তিনি মানুষের পাশে থেকে বিপদের সময় দুর্গতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে সতর্ক থাকার বার্তা দেন। এদিন তিনি গোঘাটের রঘুবাটি অঞ্চলের জলবন্দি মানুষের পাশে থাকেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। জানা গিয়েছে, টানা বর্ষণের জেরে আরামবাগ মহকুমার গোঘাটের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। প্রায় কয়েক হাজার মানুষ গৃহহীন,

বহু কাঁচা বাড়ি নষ্ট হয়ে গেছে উচু জায়গায় ও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে অনেকেই। আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আধিকারিকেরা বিভিন্ন এলাকার চালাচ্ছেন টইল। গন্ধেশ্বরী নদীর জল উপছে পড়ে গোঘাটের খাটগ্রাম এলাকাকে প্লাবিত হয়। বহু চাষের জমি জলে ডুবে যায়। এই রখম এক পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে দাঁড়ান গোঘাটের প্রাক্তন বিধায়ক। এই বিষয়ে তিনি জানান, দুর্গত মানুষের পাশে দাঁড়াতেই এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখা হলো। দুর্যোগে এলাকার মানুষকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়। সবমিলিয়ে এদিন এই রখম এক দুর্যোগপূর্ণ দিনে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে পাশে পেয়ে খুশি এলাকার মানুষ।