হাওড়া, ২৫ জুলাই:- রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। অভিযোগ, রোগীর কোভিড টেস্ট করা হয়নি। রবিবার সকালে রোগীর আচমকা মৃত্যু হয়। এরপরই সেখানে উত্তেজনা ছড়ায়। কেন রোগীর কোভিড পরীক্ষা করানো হয়নি এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। শিবপুর থানার পুলিশ পৌঁছায় হাসপাতালে। এদিন রোগী মৃত্যুকে কেন্দ্র করে ওই বেসরকারি হাসপাতলে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সামনেই শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, কোভিড টেস্টের জন্য টাকা নিলেও কোনও টেস্ট করানো হয়নি। এদিকে, রোগীর মৃত্যুর পর পরিবার কোভিড টেস্ট এর রিপোর্ট চাইলে দিতে পারেনি হাসপাতাল। তারপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে।
হাওড়ার রামকৃষ্ণপুরের বাসিন্দা পেশায় সরকারি কর্মী শেখ মহঃ সেলিমকে (৪৪) করোনা উপসর্গ নিয়ে শনিবার ভর্তি করা হয়। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের দাবি, রোগীকে দুপুরে ভর্তি হয়েছিল। তাই সেই সময়ে কোভিড টেস্ট করা যায়নি। আর রবিবার কোভিড টেস্টের আগেই তাঁর মৃত্যু হয়। এদিকে, হাসপাতালের উপর ওঠা চিকিৎসার অবহেলার অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের তরফ থেকে জানানো হয়, নির্দিষ্ট সময়েই কোভিড টেস্ট হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে যে সময়ে রোগী এসেছিল সেই সময় কোভিড টেস্ট হয় না। যে সময় কোভিড টেস্ট হওয়ার কথা তার আগেই রোগীর মৃত্যু হয়। হাসপাতালে তরফ থেকে আরও জানানো হয়েছে গতকাল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে খারাপ অবস্থায় এসেছিল। তার বিভিন্ন রকমের টেস্ট হয়েছে। সঙ্গে সঙ্গে তার চিকিৎসাও শুরু হয়েছিল।