হাওড়া, ২৫ জুলাই:- আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানো অপরিহার্য। বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে গাছ বসানো অত্যন্ত জরুরি। অতিসম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অসংখ্য গাছ পড়ে নষ্ট হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই নতুন করে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করার প্রয়োজন রয়েছে। আর এই প্রয়োজনীয়তার কথা বিষয়টি সামনে রেখেই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃক্ষরোপণের উপর বিশেষ জোর দিয়েছেন। রাজ্যজুড়ে কমপক্ষে পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলায় জেলায় “বন মহোৎসব” করার নির্দেশ দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর এই বার্তাকে সামনে রেখে রবিবার সকালে
দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক নন্দিতা চৌধুরীর উদ্যোগে স্থানীয় প্রজ্ঞানন্দ স্কুল প্রাঙ্গনে এক বন মহোৎসবের আয়োজন করা হয়। রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের হাত দিয়ে শিশুদের হাতে গাছের চারা তুলে দিয়ে সূচনা হয় এই বৃক্ষরোপণ উৎসবের। অরূপ রায় তার সংক্ষিপ্ত বক্তব্যে পরিবেশ রক্ষায় গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যার কথা বলেন। উপস্থিত ছিলেন হাওড়া সদর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য, জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদকমন্ডলীর সদস্য অয়ন ব্যানার্জি ছাড়াও বিশিষ্ট জনেরা। এদিন এখান থেকে বিভিন্ন ধরনের এক হাজার গাছের চারা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে জানান বিধায়ক নন্দিতা চৌধুরী।