আরামবাগ , ২১ জুলাই:- আরামবাগ মহকুমা জুড়ে তৃনমুলের শহীদ দিবস পালন। ২১ শে জুলাই তৃনমুলের শহীদ দিবস পালনকে কেন্দ্র করে তৃনমুল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়।গোঘাট, আরামবাগ পুড়শুড়া ও খানাকুল জুড়ে সকালে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তৃনমুল কর্মীরা শহীদ দিবস পালন করেন। পাশাপাশি আরামবাগের বেশ কয়েকটি জায়গায় জায়েন্ট স্কীনের মাধ্যমে তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখানো হয়।এদিন আরামবাগের তৃনমুলের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা কালিপুরে শহীদ দিবস পালনে অংশ নেন।
এই বিষয়ে তিনি বলেন,আজ শহীদ দিবস। ১৯৯৩ সালের এই দিনে ভোটার কার্ডের দাবী তে আন্দোলন করতে গিয়ে যে সমস্ত যুবক যুবতী আত্নবলীদান দিয়েছেন তাদের আত্নার শান্তি কামনায় আমরা শহীদ দিবস পালন করছি। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। করোনা পরিস্থিতির জন্য কলকাতার ধর্মতলায় মুল অনুষ্ঠানটি সেই ভাবে হচ্ছে না।তবে ভার্চুয়াল সভার মাধ্যমে আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিক নির্দেশ দেবেন তাকে মান্যতা দিয়ে আমরা পথ চলবো। সবমিলিয়ে এদিন আরামবাগ মহকুমা জুড়ে তৃনমুলের শহীদ দিবস পালনকে কেন্দ্র করে সকাল থেকেই তৃনমুল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।