এই মুহূর্তে কলকাতা

চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ , ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী উত্তীর্ণ।

কলকাতা, ২০ জুলাই:- রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। তিনি বলেন এবার ১০০শতাংশ ছাত্র-ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হলো ৬৯৭। মোট ৭৯জন ছাত্র-ছাত্রী এই নম্বর পেয়েছে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০লক্ষ ৭৯হাজার ৭৪৯জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৪লক্ষ ৬৫ হাজার৮৫০জন এবং ছাত্রী ৬লক্ষ ১৩হাজার ৮৪৯জন। ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা ছিল বেশি।পরীক্ষার্থীরা wbresults.nic.in, exametc.com সহ ১২ টি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। এছাড়া পরীক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন নম্বর মাধ্যমিক রেজাল্ট ২০২১ এই মোবাইল অ্যাপের মাধ্যমে জানতে পারবেন। এসএমএস করেও ফল জানা যাবে।

পর্ষদ সভাপতি আরও জানান, কোভিড অতিমারির কারণে ব্যতিক্রমী অবস্থার পরিপ্রেক্ষিতে এবার প্রথম সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের মতামত নিয়ে এবং রাজ্য সরকারের অনুমোদনে ছাত্র-ছাত্রীদের সার্থ বিবেচনা করে বাধ্য হয়ে এবছরের পরীক্ষা বাতিল করতে হয়। ছাত্র-ছাত্রীদের অতীতের প্রাপ্ত নম্বরের উপর গুরুত্ব দিয়ে এবারের ফল প্রকাশ করা হয়েছে।সেই কারণে এইবার কোন মেধা তালিকা প্রকাশ করা হবে না। তবে ফলাফল গ্রহণযোগ্য না হলে ইচ্ছুক পরীক্ষার্থীরা পরিস্থিতি স্বাভাবিক হলে পরিবর্ত পদ্ধতি নির্বাচন করে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে প্রকাশিত ফলাফল বাতিল করে পরীক্ষার ফল গ্রহণযোগ্য হবে। বিভিন্ন জেলায় পর্ষদের মোট ৪৯ টি ক্যাম্প অফিস থেকে স্কুল প্রতিনিধিদের হাতে অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। বুধবার থেকে পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন।