আরামবাগ, ১৪ জুলাই:- বাইক চুরি চক্রের হদিশ হুগলির আরামবাগে। গ্রেপ্তার চার। মোট চারজনকে আরামবাগ থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সুত্রে জানা গেছে। বাইক চুরির হদিশ পাওয়ার বিষয়ে বড়ো সাফল্য আরামবাগ থানার পুলিশের বলে মনে করছেন স্থানীয়রা। টানা তিন চার দিন তল্লাশি চালিয়ে ২০ টি বাইক উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মোট ২০ টি চুরি যাওয়া বাইক উদ্ধার করে। বিশেষ সুত্রে জানা গিয়েছে, এই বাইক চুরি চক্রের হদিশ পেতে পুলিশ ওতপেতে ছিলো। গোপন সুত্রে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ তল্লাশি চালিয়ে প্রথমে চারজনকে গ্রেফতার করে। তারপর বাইক উদ্ধারের জন্য শুরু হয় তল্লাশি অভিযান এবং ২০ টি বাইক উদ্ধার করে। কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে আরামবাগ জুড়ে বাইক চুরি চক্রের জাল ছড়িয়ে পড়লো? তাহলে কি আরও বড়ো কোনও চক্র কাজ করছে?
এই রখম নানা প্রশ্ন ঘোরা ফেরা করছে তদন্তকারী অফিসার থেকে শুরু করে এলাকার মানুষের মধ্যে। যদিও পুলিশ এই বাইক চুরি চক্রের সম্পুর্ন হদিশ পেতে পুর্নাঙ্গ তদন্ত শুরু করেছে। সমস্ত বিষয় খতিয়ে দেখে মুল পান্ডাকে ধরা এবং বাইক চুরি বন্ধ করতে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। পাশাপাশি আইন মেনে যাদের গাড়ি তাদের খবর দেওয়া হবে এবং সঠিক কাগজপত্র দেখালে গাড়ির সঠিক মালিককে তুলে দেওয়া হবে জানা গিয়েছে। এই বিষয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল জানান, মোট কুড়ি বাইক উদ্ধার হয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে। আইন মেনে বাইকগুলিকে সঠিক ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে। আগামীদিনে বাইক চুরি বন্ধ করতে এই অভিযান চলবে। সবমিলিয়ে এতগুলি বাইক এক সঙ্গে উদ্ধার হওয়ায় পুলিশের কাজে খুশি এলাকার মানুষ।