কলকাতা, ১৩ জুলাই:- রাজ্যের ছোট বাঁধগুলিকে আরও মজবুত করে তৈরি করতে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করলো সেচ দপ্তর। ৬ জনের এই কমিটির চেয়ারম্যান হলেন ডিজাইন ও রিসার্চ শাখার চিফ ইঞ্জিনিয়ার। ৫ কোটি টাকা পর্যন্ত সেচ দপ্তরের যে কোনও প্রকল্পের কাজ দেখবে এই কমিটি। কোনও প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে কিনা তাও দেখার দায়িত্ব এই কমিটির।
কম খরচে কীভাবে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পের কাজ করা যায় তাও দেখবে এই কমিটি। যে প্রকল্পে এই কমিটি অনুমোদন দেবে সেটি আবার চলে যাবে এই দপ্তরের স্ক্রিনিং কমিটির কাছে। স্ক্রিনিং কমিটির ছাড়পত্র পাওয়া পরেই প্রকল্পের কাজ শুরু করা যাবে। উদ্দেশ্য, প্রাকৃতিক দুর্যোগেও যেন নির্মাণটি ক্ষতিগ্রস্ত না হয়। টাকা যেন জলে না যায়। কাঁচামালের গুণগত মান ও নকশার ওপর বিশেষ নজর রাখার জন্য চারটি উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি তৈরি করা হয়েছে।