কলকাতা, ১৩ জুলাই:- রাজ্য সরকার চলতি সপ্তাহের মধ্যে দুয়ারে ত্রান প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেড় লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই দুয়ারে ত্রাণ প্রকল্পের ক্ষতিপূরণের টাকা পেয়ে গিয়েছেন। তবে বেশ কয়েকটি জেলায় আবেদনপত্র খতিয়ে দেখার কাজ বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হওয়ায় নির্ধারিত সময়সীমার থেকে কাজ শেষ হতে অতিরিক্ত সময় লাগছে বলে নবান্ন সূত্রে খবর।
ঐ সমস্ত জেলা প্রশাসনকে আগামী শুক্রবারের মধ্যে সমস্ত ক্ষতিপূরণ প্রাপকদের ব্যাংক একাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়ার জন্য মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য দুয়ারে ত্রাণ প্রকল্পে ৭ জুলাই এর মধ্যে সমস্ত ক্ষতিপূরণ প্রাপকদের ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়ার সময়সীমা ধার্য করা হয়েছিল। ওই প্রকল্পে ১৮ জুন পর্যন্ত আবেদন পত্র জমা নেওয়া হয়। যে সমস্ত আবেদনপত্র জমা পড়ে সেগুলি যাচাই করা শুরু হয় ১৯ জুন থেকে। ৩১ জুন পর্যন্ত এই সমস্ত আবেদনপত্র যাচাই করার কাজ চলে। তারপর ক্ষতিপূরণের টাকা দেওয়ার পর্ব শুরু হয়।