এই মুহূর্তে জেলা

ভ্যাকসিনের টোকেন দেওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা হাওড়ায়।

হাওড়া, ১০ জুলাই:- হাওড়া ময়দানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির শাখা কেন্দ্রে ভ্যাকসিনের টোকেন দেওয়াকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তেজনা ছড়ায়। অভিযোগ এবং পাল্টা অভিযোগকে ঘিরে দুই পক্ষের বচসা শুরু হয়। একদিকে, যেমন করোনার প্রথম ডোজ নেওয়া অনেকের সার্টিফিকেট না পাওয়া, অপরদিকে ভ্যাকসিন নিয়ে মেরুকরণের রাজনীতি করার অভিযোগে সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। দুই যুযুধান রাজনৈতিক দলের নেতারা সেখানে হাজির হয়ে গেলেও কোনও পক্ষই দলের হয়ে কোনও স্লোগান বা দলীয় পতাকা ব্যবহার করেননি। ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণের পাশাপাশি ভ্যাকসিন বিক্রি করার অভিযোগ তোলে একপক্ষ। অন্যপক্ষ সেই অভিযোগ নস্যাৎ করে দেয়। পরিস্থিতি সামাল দিতে হাওড়া থানার পুলিশ সেখানে আসে।

পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, কোনও অশান্তি হয়নি। বড়ো কোনও গন্ডগোল হয়নি। কেউ অভিযোগও জানায়নি। কর্তৃপক্ষের হস্তক্ষেপেই সমস্যা মিটে গিয়েছে। এব্যাপারে রেডক্রস সোসাইটির কর্ণধার চিকিৎসক সুজয় চক্রবর্তী জানান, অনেকে অনেক কিছুই বলতে পারেন। কিন্তু রেডক্রস সোসাইটি পক্ষপাতিত্ব করে না। রেডক্রস দল দেখেও কাজ করে না। পক্ষপাতিত্বের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এটা বাজে কথা। এখানে রাজনৈতিক কোনও মেরুকরণের ঘটনা ঘটেনি। যারা আগের দিনের ভ্যাকসিন নেওয়ার পরেও এসএমএস পাননি তাদের চিহ্নিত করে ডেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর পাশাপাশি তারা যাতে সার্টিফিকেট পান সেই ব্যবস্থাও করা হয়েছে। কোনও গন্ডগোল এখানে হয়নি।