এই মুহূর্তে জেলা

রথ নয়, মাহেশে অশ্বের পিঠে চেপে মাসীর বাড়ি যাবে নারায়ন শীলা !


সুদীপ দাস, ১০ জুলাই:- আগামী ১২ তারিখে রথযাত্রা। তার আগেই ৬২৫ বছরে শ্রীরামপুর মাহেশের রথযাত্রার প্রাকলগ্নে নবযৌবন উৎসব অনুষ্ঠিত হলো। কথিত আছে স্নানযাত্রার দিন প্রভুকে স্নান করানোর পর জগন্নাথ দেবের জ্বর আসে এবং কবিরাজ এসে সে তার শুশ্রূষা করেন। এরপর মহাপ্রভুর অঙ্গরাগ হয় অর্থাৎ বিগ্রহের নুতন ভাবে রং করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সেই উৎসবের নাম হচ্ছে “নবযৌবন”।

আজ সকাল থেকেই বিশেষ হোম যজ্ঞ সহ মহেশের জগন্নাথ মন্দিরে নব যৌবন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার পূজা অর্চনা চলছে। সকাল থেকে কোভিড বিধি মেনে ভক্তরা এসেছেন। প্রভুকে দর্শন করে পুজো নিবেদন করেছেন। এই উৎসব আজ এবং আগামিকাল চলবে। তারপর দিন অর্থাৎ ১২ তারিখে মাহেশের রথ যাত্রা অনুষ্ঠিত হবে। গত বছর থেকে চলছে করোনা মহামারী। তার জন্য রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে মূল মন্দিরের ভেতরেই। গতবছর মাথায় চেপে প্রভু মাসীর বাড়ি গিয়েছিলো। করোনা আবহে এবারেও মাহেশে রথের চাকা ঘুরবে না। তাই এবারে ঘোড়ায় চড়ে মাসীর বাড়ি যাবেন নারায়ন শীলারূপী জগন্নাথ।