কলকাতা, ৯ জুলাই:- গত বছর করোনা অতিমারীর প্রথম ঢেউ ও তার জেরে দেশ জোড়া লক ডাউনে সারাদেশে পরিযায়ী শ্রমিকেরা চরম দূর্দশায় পড়লেও এ রাজ্যে কোন পরিযায়ী শ্রমিক অনাহারে মারা যাননি বলে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দাবি করেছেন। রাজ্য বিধানসভায় আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট আলোচনা শেষে জবাবী ভাষণে সুব্রত বাবু বলেন, সেই সময় তিন দফায় দলে দলে পরিযায়ী শ্রমিক রাজ্যে এসছে। রাজ্যে পা দেওয়ার পরের দিন থেকেই তাদেরকে কাজ দেওয়া হয়েছে। প্রায় ১০ লক্ষ পরিযায়ী শ্রমিক প্রতিদিন আড়াইশো টাকা মজুরিতে সরকারি প্রকল্পে কাজ করেছেন। একশ দিনের কাজ প্রকল্পে ৪১ কোটি শ্রমদিবস তৈরি করে এবং এক কোটি ১৮ লক্ষ মানুষকে রোজগারের সুযোগ করে দিয়ে ওই প্রকল্পে রাজ্য দেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে বলে পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন।
বিজেপির মত বিরোধীদল রাজ্যের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুললেও রাজ্যের একাধিক প্রকল্প কেন্দ্রীয় সরকারের দরাজ শংসাপত্র পেয়েছে।বিরোধীদের কটাক্ষ করে সুব্রত মুখোপাধ্যায় তাদের নিজের দপ্তরে এসে ওইসব শংসাপত্র নিজের চোখে দেখে যেতে আমন্ত্রণ জানান। তবে ওই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে তিনি বঞ্চনা করার অভিযোগ এনেছেন। অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় ক্ষয়ক্ষতি রুখতে সমস্ত নদীবাঁধ কংক্রিটের করে দেওয়ার জন্য সুব্রত বাবু কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানান। বাংলাদেশের নজির তুলে ধরে তিনি বলেন ওই দেশে ইতিমধ্যেই সমস্ত নদী বাঁধ বাঁধিয়ে ফেলার কাজ সম্পূর্ন। তাহলে এখানে তা করা যাবে না কেন, তা নিয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রশ্ন তুলেছেন।