কলকাতা , ১৩ জুন:- পরবর্তী ভরা কোটালের আগে ক্ষতিগ্রস্ত সব নদীবাঁধ যুদ্ধকালীন তৎপরতায় সারিয়ে তুলতে রাজ্য প্রশাসন উদ্যোগী হয়েছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের মোট ১৮০ কিলোমিটার নদী বাঁধের বহু অংশের ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী ২০ জুনের মধ্যে তার সব ধরনের মেরামতির কাজ শেষ হয়ে যাবে বলে রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন। ইতিমধ্যেই ১৫২ কিলোমিটার নদী বাঁধ মেরামতির কাজ শেষ হয়েছে বলে তিনি জানান। আগামী ২৬ জুন পরবর্তী ভরা কোটালে ভারী জলোচ্ছাসের পূর্বাভাষ রয়েছে।
গত শুক্রবারের কোটালে দীঘা,বকখালীর মতো এলাকায় জলস্তর ১৬ ফুটের ওপর বেড়েছিল। পরবর্তী কটালে তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওই সময় বাঁধ উপচে নীচু এলাকাতেও জল ঢুকতে পারে বলে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ইয়াসের কারণে ক্ষতিগ্রস্ত নদীবাঁধ ভালোভাবে মেরামত না করলে পরবর্তী কটালে জল ঠুকে উপকূল লাদগোয়া এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সৌমেন বাবু বলেন,দপ্তরের কর্মী ও ইঞ্জিনিয়াররা যথাসাধ্য চেষ্টা করছেন। কুড়ি তারিখের মধ্যে উপকূল এলাকায় বাঁধের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।