এই মুহূর্তে কলকাতা

দুই-তৃতীয়াংশ আসন জিতে রাজ্যে তৃণমূল কংগ্রেস পুনরায় সরকার গড়তে চলেছে – মমতা ব্যানার্জি।

কলকাতা , ৩০ এপ্রিল:- দুই-তৃতীয়াংশ আসন জিতে রাজ্যে তৃণমূল কংগ্রেস পুনরায় সরকার গড়তে চলেছে বলে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যয় ব্যক্ত করেছেন। কালীঘাটের বাসভবন থেকে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি দলের প্রার্থী ও গণনা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দলীয় এজেন্টদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক সম্পর্কে প্রকাশ্যে কেউ কিছু না বললেও সেখানে ভোট গণনার দিন ও তারপর প্রার্থী ও এজেন্টের দায়িত্ব সম্পর্কে দলনেত্রী একাধিক নির্দেশ দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। কঠোরভাবে কোভিড বিধি-নিষেধ পালন করা, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কোনরকম বিজয় মিছিল বা উৎসব না করা এর মধ্যে অন্যতম। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন দল অধিকাংশ আসনেই সংখ্যাগরিষ্ঠতা পাবে। তবে কয়েকটি আসনে বিশেষ করে উত্তরবঙ্গ জঙ্গলমহলে কোন কোন জেলায় প্রথম কয়েক রাউন্ড গণনায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও নেতাকর্মীদের মনোবল না হারাতে তিনি পরামর্শ দিয়েছেন। গণনা পর্বের একেবারে শেষ পর্যন্ত এজেন্টদের গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে বলেও তৃণমূল কংগ্রেস নেত্রী নির্দেশ দিয়েছেন।