কলকাতা , ৩০ এপ্রিল:- দুই-তৃতীয়াংশ আসন জিতে রাজ্যে তৃণমূল কংগ্রেস পুনরায় সরকার গড়তে চলেছে বলে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যয় ব্যক্ত করেছেন। কালীঘাটের বাসভবন থেকে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি দলের প্রার্থী ও গণনা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দলীয় এজেন্টদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক সম্পর্কে প্রকাশ্যে কেউ কিছু না বললেও সেখানে ভোট গণনার দিন ও তারপর প্রার্থী ও এজেন্টের দায়িত্ব সম্পর্কে দলনেত্রী একাধিক নির্দেশ দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। কঠোরভাবে কোভিড বিধি-নিষেধ পালন করা, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কোনরকম বিজয় মিছিল বা উৎসব না করা এর মধ্যে অন্যতম। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন দল অধিকাংশ আসনেই সংখ্যাগরিষ্ঠতা পাবে। তবে কয়েকটি আসনে বিশেষ করে উত্তরবঙ্গ জঙ্গলমহলে কোন কোন জেলায় প্রথম কয়েক রাউন্ড গণনায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও নেতাকর্মীদের মনোবল না হারাতে তিনি পরামর্শ দিয়েছেন। গণনা পর্বের একেবারে শেষ পর্যন্ত এজেন্টদের গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে বলেও তৃণমূল কংগ্রেস নেত্রী নির্দেশ দিয়েছেন।
Related Articles
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবীতে অধ্যক্ষকে চিঠি দিলো শুভেন্দু অধিকারী।
কলকাতা, ১৮ জুন:- মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। সেই চিঠি আজ বিধানসভার সচিবালয়ে জমা পড়েছে। চিঠিতে অবিলম্বে দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। যদিও এখনও তিনি ওই চিঠি হাতে পাননি বলে বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন।উল্লেখ্য, কৃষ্ণনগর উত্তর […]
জন্মদিনের আগে ৭০০ গোল অধরাই ফুটবলের রাজপুত্রের।
স্পোর্টস ডেস্ক , ২৫ জুন:- একটা গোল করতে পারলেই কেরিয়ারে ৭০০ তম গোল হয়ে যেত লিও মেসির। জন্মদিন হত আরও স্মরণীয়। কিন্তু মেসি গোল পেলেন না। লা লিগায় মঙ্গলবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ওই রকমই একটা গোলের অপেক্ষায় ছিলেন তাঁর অগণিত ভক্ত।আর্জেন্তাইন মহানায়ক গোল করতে না পারলেও, তাঁর দল বার্সেলোনা অবশ্য জিতেছে। জন্মদিনে এ-ও তো […]
আগামী পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বক্তব্যের তীব্র সমালোচনা বিজেপি নেতা উমেশ রাইয়ের।
হাওড়া, ১ মে:- গত পয়লা বৈশাখ হাওড়ার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হাওড়া সদরের তৃণমূল সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ বলেছিলেন, ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যেন এখানে কোনও প্রার্থী দিতে না পারে সেদিকে নজর রাখতে হবে। যদিও বা কোথাও প্রার্থী দেয় তাহলে কোনও ভোট যেন সেখানে না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। কল্যাণের এই […]