এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতিতে সরকারী কর্মীদের স্থাবর , অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের সময়সীমা দু মাস বাড়লো।

কলকাতা , ৩০ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে সরকারী কর্মীদের স্থাবর, অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের সময় সীমা দু মাস বাড়লো। শুক্রবার অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে আধিকারিক এবং কর্মীদের বাৎসরিক সম্পত্তির হিসাব নিজস্ব দপ্তরে জামা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ এপ্রিল। কিন্তু অতি মারির পরিস্থিতে ৩০ জুন পর্যন্ত হিসাব দাখিল করা যাবে।