এই মুহূর্তে জেলা

ভোট শুরুর ছয় ঘন্টা পর বাড়ি থেকে বেরোলেন অনুব্রত।

বীরভূম , ২৯ এপ্রিল:- শেষ দফার ভোটে ফোকাসে বীরভূম। ভোট শুরুর পর প্রায় ৬ ঘণ্টা বাড়ি থেকে বের হননি তিনি। কমিশনের নজরদারিতেই ছিলেন বীরভূমের জেলা সভাপতি। যার নাম বলা হচ্ছে তিনি কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। অবশেষে বেলা সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে দলীয় কর্মীর বাইকে চেপে গেলেন ভোট দিতে। গতকাল হঠাৎই কমিশনের চোখে বেপাত্তা হয়ে গিয়েছিলেন তিনি। শোরগোল পড়ে যায় তা নিয়ে।আর আজ কমিশনের নজরদারিতেই বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে ভোট দিতে বেরলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বাইকে চড়ে ভোটকেন্দ্রে যান তিনি, সঙ্গে মেয়েও। বোলপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ভগবত প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন অনুব্রত। গতকালের ঘটনার জেরে ডেপুটি ম্যাজিস্ট্রেট নবদীপ্ত মন্ডল স্কুটিতে চড়ে অনুব্রতর পিছু পিছুও যান। ভোটদানের পর সোজা চলে আসেন বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে।