এই মুহূর্তে কলকাতা

ভোট গণনায় কোভিড বিধি মেনে চলার বেশ কিছু কড়া পদক্ষেপ ঘোষণা কমিশনের।

কলকাতা , ২৮ এপ্রিল:- উদ্বেগজনক ভাবে বেড়ে চলা করণা সংক্রমণে রাশ টানতে নির্বাচন কমিশন আগামী রবিবার ভোট গণনার দিন কভিড বিধি মেনে চলার জন্য বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা ঘোষণা করেছে। ঐদিন প্রার্থীদের গণনার ৪৮ ঘণ্টা আগে কভিড নেগেটিভ রিপোর্ট অথবা দুটি টিকার ডোজ নেওয়ার শংসাপত্র না থাকলে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলে কমিশন আজ এক নির্দেশিকায় জানিয়েছে। পাশাপাশি গণনা কেন্দ্রের বাইরে কোনো জমায়েত করা যাবে না বলে কমিশনের তরফ স্পষ্ট জানানো হয়েছে। প্রার্থীদের এজেন্টদের ক্ষেত্রেও একই নিয়ম জারি থাকবে।

গণনার আগের দিন প্রার্থী এবং এজেন্টদের আরটিপিসিআর পরীক্ষা করানোর দায়িত্ব থাকবে জেলা নির্বাচনী আধিকারিক এর উপরে। গণনার তিন দিন আগে প্রার্থীদের তার এজেন্টদের নামের তালিকা জমা দিতে হবে। এজেন্টদের মধ্যে একজনের পিপিই কিট পড়া বাধ্যতামূলক করেছে কমিশন। গণনা কক্ষের জানালা খোলা রাখতে হবে বলে জানানো হয়েছে। প্রতিটি ইভিএম স্যানিটাইজ করা ছাড়াও গ্লাভস, মাস্ক-স্যানিটাইজার, ফেস শিল্ড, থার্মাল স্ক্যানিং, শারীরিক দূরত্বও বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট বিধি মেনে বর্জ্য নিষ্ক্রিয় করতে হবে বলেও জানানো হয়েছে। কভিডের কোন উপসর্গ থাকলে কাউকে গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। কমিশনের এই নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।