হাওড়া , ২৪ এপ্রিল:- করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠায় মানুষকে সচেতন করতে ফের পথে নামল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে শনিবার সকালে হাওড়ার কোনা ট্রাফিক গার্ডের সাঁতরাগাছি ওয়েলকাম মোড়ে বাস যাত্রীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস পথচলতি মানুষের হাতে মাস্ক, স্যানিটাইজার তুলে দেন। করোনা বিধি মেনে সকলকে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। উপস্থিত ছিলেন কোনা ট্রাফিক গার্ডের আইসি প্রবীর মোহন্ত সহ অন্যান্যরা। হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস বলেন,
করোনার প্রকোপ বৃদ্ধির কারণে আমরা আবারও ট্রাফিকের তরফ থেকে সচেতনতা প্রচার শুরু করেছি। আজ কোনা এক্সপ্রেস ওয়েতে কোনা ট্রাফিক গার্ড এর উদ্যোগে ওয়েলকাম মোড়ে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কিছুদিন ধরেই মানুষের মধ্যে করোনা নিয়ে অনেকটা ঢিলেঢালা মনোভাব দেখা দিয়েছিল। অনেকেই ট্রেনে, বাসে, রাস্তায় মাস্ক ব্যবহার করছিলেন না। সবাই যাতে আবার করোনা বিধি মেনে চলেন সেই জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি। কোনা ট্রাফিক গার্ডের তরফ থেকে আজকে আমরা প্রতীকী হিসেবে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করলাম। আমরা চাই মানুষ রাস্তাঘাটে পথে যেখানেই বের হোন সকলে মাস্ক ব্যবহার করুন এবং স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করুন।”