হাওড়া, ২১ এপ্রিল:- পাশাপাশি বাড়ি দুই বন্ধুর। কিন্তু তারা দুজনেই ভালবাসত এক তরুণীকে। এই নিয়েই সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মহননের পথ বেছে নিল এক বন্ধু। ঘটনা হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় এক বন্ধু বাঁধাঘাট ফেরিঘাটের জেটি থেকে আচমকাই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বুধবার ভোররাতে তার দেহ উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরেক বন্ধু ও তাদের প্রেমিকা তরুণীকে আটক করে। সূত্রের খবর, মৃত যুবকের নাম শুভাশিস দে ( ২২ )। বাড়ি মালিপাঁচঘড়ার কলুপাড়া লেনে। শুভাশিস পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিল। গতকাল বিকেল ৪টে নাগাদ শুভাশিসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু।
তারপর থেকেই খবর পাওয়া যাচ্ছিল না শুভাশিসের। সন্ধ্যে নাগাদ বাড়িতে খবর আসে বাঁধাঘাটে জেটি থেকে ওই ঘটনা ঘটেছে। আরও জানা যায়, মঙ্গলবার কলকাতার আহিরীটোলাতেও জেটি থেকে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু লোকজন শুভাশিসকে উদ্ধার করে। এরপর সে ফেরিতে হাওড়ার বাঁধাঘাট চলে আসে। ফের এখানেও জেটি থেকে সে গঙ্গায় ঝাঁপ দেয়। ভোররাতে উদ্ধার হয় তার দেহ। পুলিশ জানিয়েছে, ধাক্কা মেরে জলে ফেলে দেওয়ার কোনও অভিযোগ সত্য নয়। সিসিটিভি ফুটেজেই যুবকের আত্মহত্যার ঘটনা ধরা পড়েছে।