পূর্ব বর্ধমান, ১৮ এপ্রিল:-বিধানসভা ভোট শেষ হতেই মন্তেশ্বরের তুল্লা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় আহত হলেন কয়েকজন মহিলা। আহতদের চিকিৎসার জন্য মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর গুরুতর আহত চার জনকে বর্ধমান মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়েছে। তৃণমূলের অভিযোগ বোমা, ধারালো অস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাস তৈরি করেছে বিজেপির লোকজন। অন্যদিকে বিজেপির অভিযোগ, এলাকায় অশান্তি করছে তৃণমূলের লোকজন। রাজনৈতিক অশান্তিতে বিগত এক বছর ধরেই রাজনৈতিক সংঘর্ষে অশান্ত রয়েছে মন্তেশ্বরের শুশুনিয়া অঞ্চলের তুল্লা গ্রাম। শুশুনিয়া পঞ্চায়েতের টেন্ডার কে কেন্দ্র করে গ্রামের দুটি দলের মধ্যে বাড়িঘর ভাঙচুর সহ ট্রাক্টর পোড়ানোর মতো ঘটনা আগে ঘটেছে।
তৃণমূলের অভিযোগ এদিন বিজেপির লোকজন দলবল সহ বিভিন্ন তৃণমূল কর্মীর বাড়িতে ভাংচুরের চেষ্টা করে। বাড়ির মহিলারা বাধা দিতে গেলে মহিলাদের বেধড়ক মারধর করে। যদিও বিজেপির দাবি, গ্রামে অশান্তি পাকাচ্ছে তৃণমূল। তৃণমূলের লোকজন জড়ো হয়ে বিজেপি কর্মীদের বাড়ি ঘর ভাঙতে যায় ও বিজেপি কর্মীদের উপর মারধর করেএবং বিজেপি মহিলা নেত্রী সহ চার-পাঁচ জন আহত হয় তাদের বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এবং পুলিশ জানায়, গ্রামে দুটি দলের মধ্যে অশান্তির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশের টহলদারি চলছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আহত মহিলারা ও তুল্লা গ্রামের এক তৃণমুল কংগ্রেসের কর্মী এবং মন্তেশ্বর বিধানসভা বিজেপি প্রার্থী সৈকত পাঁজা আমাদের কি জানালেন দেখুন।