হাওড়া , ১১ এপ্রিল:-শনিবার ভোটের দিন হাওড়ায় চ্যাটার্জিহাটের একটি বুথে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল স্থানীয় এক দুষ্কৃতীকে। এই অভিযোগ জানিয়েও পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত ওই দুষ্কৃতী গত কয়েকদিন ধরেই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় বাইক বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে। তা সত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এই অভিযোগে রবিবার দুপুরে হাওড়া চাটার্জিহাট থানার সামনে বিক্ষোভ দেখান ৪৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি তাঁরা শরৎ চ্যাটার্জি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান।
অবিলম্বে পুলিশকে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে এদিন দাবি জানায় তৃণমূল। এই ঘটনা প্রসঙ্গে ৪৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি বিশ্বনাথ গাঙ্গুলী বলেন, গতকাল নির্বাচন চলাকালীন ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে ঘোরাঘুরি করছিল। তা দেখে তিনি নিজের লেটারহেডে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু ওই দুষ্কৃতির বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। ওই দুষ্কৃতি দীর্ঘদিন ধরে ওয়ার্ডে অশান্তি চালাচ্ছে। গতকাল রাতে প্রায় ১৬টি বাইক নিয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতি এলাকা দাপিয়ে বেড়িয়েছে। এদিন সকালে নির্বাচন শেষে তাঁরা যখন ভোটের কাজ করছিলেন সেই সময় জয় হিন্দ বাহিনী হাওড়া জেলার সভাপতি পার্থ বোসের বাড়ির নিচে অস্ত্র সহ দুষ্কৃতিরা আসে।
দুষ্কৃতীরা তাদের বাইরে বেরতে বলে। বাইরে এলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। অন্যদিকে, এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি পার্থ বোস জানিয়েছেন, নির্বাচনের আগে ১৫ দিন ধরে প্রায় ৫ জনের নামে স্থানীয় থানায় ও নির্বাচন কমিশনের কাছে খুনের হুমকি ভোটারদের ভয় দেখানো সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। গত শনিবার দুষ্কৃতীরা তাদের কর্মীদের মারধর করে। এব্যাপারে বিকেলে নির্বাচন কমিশন এবং পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন সকালে মোট ৫ জনের এক দুষ্কৃতী দল তাঁর বাড়িতে আসে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং তাদের নিচে নেমে আসতে বলে। এরপর অভিযোগ থানায় ফোন করা হলে ঘটনাস্থলে পুলিশ আসে। এরপর দুর আগে বুঝে নেওয়ার হুমকি দেয় তারা। পার্থ বাবুর দাবি তাকে খুন করতে এসেছিল দুষ্কৃতীরা।