এই মুহূর্তে জেলা

নিজের হাতে ঠেলাগাড়ি টেনে অভূতপূর্ব ভোট প্রচারে শীতলকুচি কেন্দ্রের শিতলখুচির প্রার্থী।

কোচবিহার, ২৩ মার্চ:- একুশের বিধানসভা নির্বাচনে এবছর জেলার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি শীতলকুচি কেন্দ্রের প্রার্থী পার্থ প্রতিম রায়। তিনি মাথাভাঙ্গাতে বাড়ি ভাড়া নিয়েছেন এবং মাথাভাঙ্গাতে থেকেই কর্মী সমর্থক সাধারণ মানুষের সাথে যোগাযোগ রক্ষা করছেন। এছাড়া তিনি নির্বাচনী প্রচারের জন্য অন্য পথ অবলম্বন করছেন। তিনি রাত্রিতে তার নির্বাচনী এলাকার যে কোন অঞ্চলে কর্মীর বাড়িতে রাত্রি বাস করছেন। পরবর্তী সময়ে ভোরবেলা ঘুম থেকে উঠেই জনসংযোগ যাত্রা শুরু করে দিয়েছেন। এই সময় গ্রামগঞ্জের তামাক কাটা, আলু তোলা, বোর খেতে জল দেওয়া ইত্যাদি ভোর বেলা থেকেই চলছে কৃষকদের। তাই এই সুযোগকে কাজে লাগানোর জন্য ইতিমধ্যেই নেমে পড়েছেন শীতলকুচি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায়। গতকাল রাত্রিবাস করেছেন মাথাভাঙা ১ নং ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকায়।

তারপর ভোরবেলা সোজা তামাক ক্ষেতে, সেখানে কুশল বিনিময় এর পাশাপাশি এর কথা বলছেন এবং নিজে হাতে কখনো কখনো তামাক কেটে দিচ্ছেন আবার কখনও কখনও ঠেলাগাড়িতে করে তামাক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সাহায্য করছেন। এই অভূতপূর্ব অন্যরকম প্রচার শীতলকুচি বিধানসভা এলাকার মানুষের মনে দাগ কাটবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন শিতলখুচি বিধানসভার প্রার্থী তথা কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, “আমি গ্রামের মানুষ, গ্রাম গঞ্জের কৃষ্টি-কালচার সব জানি, তাই মানুষের সাথে মিশতে খুব অসুবিধা হয় না।আজকের এই অভিনব প্রচার দেখে যদি অন্যান্য বিরোধী রাজনৈতিক দল কটাক্ষ করছেন, আবার কোনো কোনো সাধারণ মানুষ আবার সমর্থন করেছেন। সব মিলিয়ে পার্থবাবুর প্রচার এখন তুঙ্গে।”