এই মুহূর্তে জেলা

বিজেপির সি এ এ আইন চালু প্রসঙ্গে মুখ খুললেন অধীর রঞ্জন চৌধুরী।

বহরমপুর , ২৩ মার্চ:- জেলা কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী জানান বিজেপি আসামে সি এ এ কার্যকর করবে না বাংলায় সি এ এ কার্যকর হবে মুসলিমরা এদেশীয় হবে যদি সিএএ কার্যকর হত তার প্রশ্ন চালু হচ্ছে না কেন। তিনি আরো বলেন আসামে বিদেশি কে ধরবো বিজেপি হচ্ছে বহুরূপী পার্টি যেখানে যেমন সেখানে তেমন মূল লক্ষ্য বিভাজন সৃষ্টি করা সাম্প্রদায়িক বিভাজন করা। তার প্রশ্ন দেড় বছর ধরে অপেক্ষা করলেন কেন এসব নির্বাচনী জুমলা কংগ্রেস সি এ এ নস্যাৎ করে দেবে। ভারতবর্ষে সকল ধর্ম মানুষ হিন্দু মুসলিম সকলের থাকার অধিকার আছে সংবিধানকে কংগ্রেস মেনে চলে আসামে 14 লক্ষ হিন্দুদের সেই রকম হলে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। কংগ্রেস সিএ এ নিয়ে পার্লামেন্টে বিরোধিতা করেছে কংগ্রেস কখনোই এই আইন মেনে নেবে না।