সুদীপ দাস , ২২ মার্চ:- ভারতে তখন করোনা সবেমাত্র ফনা তুলছে। করোনা কি, খায় নাকি মাথায় দেয় সেটা নিয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়নি দেশবাসীর কাছে। গত বছরের ২১ মার্চ সন্ধ্যায় আচমকাই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোটবন্দির মতোই তিনি ঘোষণা করলেন পরদিন অর্থাৎ ২২ মার্চ দেশজুড়ে পালিত হবে ‘জনতা কার্ফু’। সোমবার সেই জনতা কার্ফুর এক বছর পূর্ণ হল। কিন্তু কতটা কমল করোনার বাড়বাড়ন্ত? এক বছর আগে এই দিনে ভারতে করোনার দাপট এতটা ছিল না। কিন্তু বিগত সময়ে করোনার থাবা গোটা ভারতেই দ্রুত ছড়িয়ে পড়ে। ভারতে তখন করোনা সবেমাত্র ফনা তুলছে। করোনা কি, খায় নাকি মাথায় দেয় সেটা নিয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়নি দেশবাসীর কাছে। গত বছরের ২১ মার্চ সন্ধ্যায় আচমকাই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোটবন্দির মতোই তিনি ঘোষণা করলেন পরদিন অর্থাৎ ২২ মার্চ দেশজুড়ে পালিত হবে ‘জনতা কার্ফু’। সোমবার সেই জনতা কার্ফুর এক বছর পূর্ণ হল। কিন্তু কতটা কমল করোনার বাড়বাড়ন্ত?
এক বছর আগে এই দিনে ভারতে করোনার দাপট এতটা ছিল না। কিন্তু বিগত সময়ে করোনার থাবা গোটা ভারতেই দ্রুত ছড়িয়ে পড়ে। একটা আনুবীক্ষনিক ভাইরাসের ধাক্কায় বেসামাল হয়ে পড়ে বিশ্ব অর্থনীতি। গোটা বিশ্বেই ২.৭২ মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছেন এই এক বছরে। কিন্তু তবুও মানুষ কোনও শিক্ষা নেয়নি। এক বছরে জীবিকা, প্রাণ, সংসার সব কিছুই ধ্বংসের মুখে পড়লেও মানুষ এক ফোটা শিক্ষা নেয়নি। যার প্রমান দ্বিগুণ উদ্যোমে ফিরে এসেছে করোনা ভাইরাস। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ঢুকে পড়েছে। আর ইউরোপের কোনও কোনও দেশে তৃতীয় ঢেউ। আজ থেকে এক বছর আগে প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে লাখ লাখ মানুষ জনতা কার্ফু পালন করেছিলেন। ওই দিনই বিকেলে থালা-বাটি-বাসন, কাঁসর-ঘন্টা বাজিয়ে রাস্তায় নেমেছিলেন। এরপর ২৫ মার্চ দেশজুড়ে শুরু হয় লকডাউন। এক বছর পর ২২ মার্চের আগের ২৪ ঘন্টায় ৪৬ হাজার ৯৫১ জন নতুন করে করোনায় আক্রান্ত হলেন। ফলে ফের লকডাউনের রাস্তায় হাঁটতে হবে না তো সরকারকে? চিন্তিত চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্তারা।