ব্যারাকপুর , ২০ মার্চ:- নির্বাচনী প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের মধ্যে টাকা বিতরন করার অভিযোগ উঠল পানিহাটির বিজেপি প্রার্থী সন্ময় বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। সোস্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে বিজেপি পার্থী সন্ময় বন্দোপাধ্যায় একটি মন্দিরের সামনে মানুষের মধ্যে টাকা বিলি করছেন। এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তৃণমূল-বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক বাদানুবাদ। এদিকে টাকা বিলির অভিযোগ তুলে পানিহাটির তৃণমূল পার্থী নির্মল ঘোষ নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন। এব্যাপারে তৃণমূল পার্থী নির্মল ঘোষ বলেন,এটা সম্পূর্ণ বেআইনি এবং নির্বাচনী নিবন্ধের সম্পুর্ন বিরোধীও বটে। উনি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। আশাকরি নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। তৃণমূল পার্থীর সাফ কথা,ভিডিও সমেত তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছেন।
এদিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি নস্যাৎ করে পানিহাটি বিজেপি প্রার্থী সন্ময় বন্দোপাধ্যায় বলেন,উনি কাকে কি বলেছেন জানি না। আমি কোনদিন টাকা বিতরন করে ভোট কিনি নি। তার দাবি ওই ভিডিওটি নির্বাচন বিধি লাগু হবার অনেক আগের। গত ১৯ শে ডিসেম্বর অমিত শাহের মঞ্চে বিজেপিতে যোগদানের পর আগারপাড়ার একটি রক্ষা কালি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। হয়ত সেই ভিডিও ফুটেজটিই ভাইরাল করা হয়েছে। বিজেপি পার্থী চ্যালেঞ্জ জানিয়ে বলেন,সাহস থাকলে উনি প্রমান করুন। সন্ময়বাবু বলেন,কেন উনি মিথ্যা কথা বলছেন ? মানুষের থেকে উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন। উনি এসব কথা বলে কি লাভ পাচ্ছেন জানি না। পানিহাটির বিজেপি পার্থী এদিন তৃণমূলের পার্থী নির্মল ঘোষকে কটাক্ষ করে বলেন,২০ বছর বিধায়ক থাকাকালীন উনি পানিহাটির মানুষের জন্যে কি করেছেন কৈফিয়ত দিন। যদিও ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি ভাইরাল হওয়া ভিডিও ফুটেজটির সত্যতা যাচাই করে নি।