কলকাতা এই মুহূর্তে

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের তালিকা বুধবারের মধ্যে পৌছবে কমিশনে।

কলকাতা , ১৫ মার্চ:- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিরাপত্তারক্ষীরা কারা ছিলেন তালিকা প্রস্তুত হচ্ছে মুখ্যসচিবের পৌরহিত্যে আগামী বুধবারের মধ্যে তালিকা পৌছবে নির্বাচন কমিশনে এর পরেই পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিয়ে চিন্তিত দিল্লি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সূত্রে খবর।গত ১০ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে নন্দীগ্রামে গিয়ে যে দুর্ঘটনাটি ঘটে তা নিয়ে নির্বাচন কমিশন রীতিমতন চিন্তিত। ইতিমধ্যেই দুবার রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যের মুখ্যসচিবের দপ্তর থেকে। কমিশন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সরিয়ে দায়িত্ত্ব দেওয়া হয় জ্ঞানবন্ত সিংহকে।

সরানো হয় পূর্ব মেদিনীপুরের ডিএম ও এস পি কেও। শুধুমাত্র এই করেই নির্বাচন কমিশন কিন্তু থেমে থাকলেন না। ওই দিনের ঘটনা নিয়ে আবারও পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। ঐদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে কারা কারা ছিলেন তাদের সম্পূর্ণ রিপোর্ট তৈরি করে পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই রিপোর্ট তৈরি হবে রাজ্যের মুখ্যসচিব এর পৌরহিত্যে। আগামী বুধবারের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর ঐ দিনের ঘটনা নিয়ে আগেই নির্বাচন কমিশন তা দুর্ঘটনা বলেই জানিয়েছেন। তবুও আবার রিপোর্ট চাওয়ার পেছনে আরও বড় পদক্ষেপ লুকিয়ে আছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।