এই মুহূর্তে কলকাতা

ভোট কর্মীদের খাওয়া খরচ বাবদ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কমিশনের।


কলকাতা , ১৩ মার্চ:- নির্বাচন কমিশন ভোট কর্মীদের খাওয়া খরচ বাবদ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ভোটের দিন এই খাতে ভাতা বাবদ প্রতিটি কর্মীকে ১৭০ টাকা করে দেওয়া হবে বলে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। উল্লেখ্য আগে এই ভাতার হার ছিল মাথাপিছু দেড়শো টাকা। তবে খাওয়ায় জন্য কর্মীদের ভাতা বৃদ্ধি করা হলেও ভোট ভাতা বৃদ্ধি করা হয়নি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট পাঁচ দিনের জন্য একজন প্রিজাইডিং অফিসারকে দিনপ্রতি সাড়ে তিনশো এবং পোলিং অফিসার কে আড়াইশো টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়া বুথে জরুরি প্রয়োজনে খরচ করার জন্য প্রিজাইডিং অফিসার আরো তিনশো টাকা এবং মোবাইলের খরচ বাবদ আরও ৫০ টাকা করে পাবেন। সব কর্মীদের তিনদিনের প্রশিক্ষণের জন্য খাওয়া খরচ দেওয়া হবে।

এছাড়াও ডিসিআরসি ও সেক্টর অফিসে যেসব কর্মী কাজ করবেন তাদের ভোটের আগের দিন এবং ভোটের দিন দুশো টাকা করে ভাতা দেওয়া হবে।এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রেক্ষিতে তাদের খরচ সামলাতে অর্থ দপ্তর পুলিশকে প্রথম পর্যায়ে প্রায় ৬১ কোটি টাকা দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এখনো প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করার বিষয়টি দপ্তরের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। যখন যেমন বাহিনী আসবে তার জন্য ধাপে ধাপে অর্থ বরাদ্দ করা হবে বলে সূত্রের খবর। প্রসঙ্গত এইবারে আট দফায় বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রায় সাড়ে নশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর যাবতীয় খরচ প্রাথমিকভাবে রাজ্য সরকারকেই বহন করতে হয়। পরে রাজ্য সরকার খরচের হিসাব দাখিল করলে তার অর্ধেক ফেরত দেয় কেন্দ্রীয় সরকার।