কলকাতা , ১১ মার্চ:- গতকাল সন্ধ্যায় বাম এবং সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী বামফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় তারপরে কোমর বেঁধে নেমে পড়ে প্রচারে আজ সকালে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য্য প্রচার শুরু করেন এম বি রোড থেকে বিরাটি সরকারি আবাসন আবাসনের প্রচার শেষ করেন এই আবাসনে 2011 তৃণমূল সরকার আসার পরে বিরাটি আবাসনের উদ্বোধনের যে ফলক জ্যোতি বোস এর নামাঙ্কিত সেই ফলক তারা তুলে দেয় এই আবাসনের মানুষরা এগারো সালে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে অত্যাচারিত হয়ে আসছিল এই আবাসনের মানুষরাই আবার তন্ময় ভট্টাচার্যর নির্বাচিত হওয়ার পর সংগঠিত হয়ে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ পায়
তারপর আবার সেই জ্যোতি বসুর নামাঙ্কিত ফলক বিরাটি সরকারি আবাসনের কেটে লাগানো হয় সেই সরকারী আবাসন এর ভিতরে আজ সকালে প্রচার কর্মসূচী পালন করেন মানুষের সাথে কথা বলেন তাদের কথা শুনে এবং আজ বিকালে সংখ্যালঘু মানুষের বসবাস ফতুল্লাপুর অঞ্চলে নির্বাচনী প্রচার করেন এবং দুই জায়গাতেই স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে এসে তন্ময় ভট্টাচার্যর সাথে কথা বলেন এবং তৃণমূল ও বিজেপি কে হারানোর প্রতিশ্রুতি দেন তন্ময় ভট্টাচার্য এই আবাসন থেকে 60 শতাংশের বেশি ভোট পেয়ে এমনকি 70 শতাংশের উপরে ভোট পেতে পারি অস্বাভাবিক কিছু নয় পাঁচ বছর ধরে এই অঞ্চলের মানুষের সাথে দৈনন্দিন ভাবে সুখ দুঃখের সাথী হয়েছি এবং এই আবাসনের মানুষদের সঙ্কটের মধ্যে ছিল তাদের পাশে দাঁড়িয়েছে তাই এই আবাসন থেকে 70 শতাংশ ভোট পেলেও অস্বাভাবিক কিছু নয়