এই মুহূর্তে জেলা

মারুতি ও ট্রাক পথ দূর্ঘটনায় মৃত ৩ আহত ৪ জন !

পশ্চিম মেদিনীপুর , ৬ মার্চ:- ভয়াবহ পথদূর্ঘটনা চন্দ্রকোনার কুঁয়াপুরে। রাজ্যসড়কের ধারে দাঁড়িয়ে থাকা মারুতি গাড়ির পেছনে ধাক্কা ট্রাকের মৃত ৩,গুরুতর আহত ৪ জন,আহত ৪ জনকেই চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে গেলে স্থানান্তরিত করা হয় মেদিনীপুরে। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুঁয়াপুরে চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্যসড়কে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,মৃত তিনজনের বাড়ি ঘটনাস্থল কুঁয়াপুরেই।মৃতদের নাম সেন্টু ঘোষ(৫৫),জয়দেব সেন(৪৫),জিতেন পূজারী(৩৫),মৃতদের মধ্যে সেন্টু ঘোষের ছেলে সুব্রত ঘোষও গুরুতর আহত তাকে মেদিনীপুর স্থানান্তরিত করা হয়।জানাযায়,শুক্রবার রাতে কুঁয়াপুরে রাজ্যসড়কের ধারে চন্দ্রকোনাগামী একটি মারুতি গাড়ি দাঁড়িয়ে ছিল এবং সেই গাড়ির চালকের সাথে স্থানীয় ৫-৬ জন কথা বলার সময় চন্দ্রকোনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা মারুতি গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে।

মারুতি গাড়ি ট্রাকের ধাক্কায় সরে গেলে মারুতির পাশেই দাঁড়িয়ে থাকা তিনজনকে পিষে দেয় ঘাতক ট্রাকটি এবং দাঁড়িয়ে থাকা বাকিরাও গুরুতর চোট পাই।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের,চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ ও পরে ঘাটাল এসডিপিও ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।মৃত ও আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। ঘটনায় মোট চারজন গুরুতর আহতকে চন্দ্রকোনা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুরে। ভয়াবহ এই ঘটনার জেরে প্রায় দু’ঘন্টা বন্ধ হয়ে পড়ে চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্যসড়কে যানচলাচল,পরে পুলিশ তা স্বাভাবিক করে।ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গিয়েছে মারুতি গাড়িটি।ভয়াবহ এই পথদূর্ঘনায় শোকের ছায়া গোটা এলাকায়।