এই মুহূর্তে জেলা

দাহ করার জন্য প্যাকেট খুলতেই অন্যের দেহ , কাঠগোড়ায় বেসরকারী হসপিটাল।

সুদীপ দাস , ৫ মার্চ:- যেকোনো মৃত্যু মর্মান্তিক তার থেকেও বড় মর্মান্তিক দাহ করতে গিয়ে যদি দেখা যায় দেহটি মৃত পরিবারের নয় সেটা আরো মর্মান্তিক। এমনই ঘটনা ঘটেছে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। দুর্গাপুরের বাসিন্দা ৮০ বছরের পরেশ সামন্ত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল আজ থেকে 15 দিন আগে সেখানে তার ব্রেইন টিউমার অপারেশন হয়। গতকাল সকালে তার মৃত্যু হয় এরপর মৃতদেহের পরিবারকে বর্তমান নিয়ম অনুযায়ী প্যাকেটে মুড়ে পরেশ বাবুর পরিবারের হাতে তুলে দেয়া হয়। পরিবার সিদ্ধান্ত নেয় তারা মগরা ত্রিবেণী শ্মশানে দাহ করবে সেই মতো বাস ভাড়া করে চলে আসেন ত্রিবেনীর মহাশ্মশানে। ক্রিয়াকর্ম করতে বসে দেখেন যে দেহটি দেয়া হয়েছে সেটি পরেশ বাবুর নয়।

ঠিক সেই সময়ই হাসপাতাল থেকে ফোন আসে দেহ দাহ করা হয়েছে কিনা জানতে চেয়ে।হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে এখনো দাহ করা হয়নি তখন তাদের বলা হয় আপনারা অপেক্ষা করুন ওই দেহটি আপনাদের নয়। যে দেহটি আপনাদের কাছে গেছে সেটি ধানবাদের এক ব্যক্তির। আপনাদের দেহটি নিয়ে ধানবাদের পরিবার যাচ্ছে ত্রিবেনী মহাশ্মশানে। এরপর অধিক রাতে ধানবাদের পরিবার নিয়ে হাজির হয় পরেশ বাবুর দেহ। দেহ বিনিময়ের পর দাহ কার্য সম্পন্ন হয় দুই পরিবারের। বেসরকারী হাসপাতাল এমন এক দেহ বদলের ঘটনা যা সত্যিই অবাক করে দিয়েছে দুই পরিবারকে।