কলকাতা , ২ মার্চ:- রাজ্যে প্রথম দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। সকাল ৭টা থেকে সন্ধ্যে সাড়ে ৬টা পর্যন্ত হবে ভোট গ্রহণ পর্ব। সন্ধ্যে ছয়টার পরিবর্তে সাড়ে ছটা পর্যন্ত হবে ভোট গ্রহণ পর্ব।আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ডিসট্রিক্ট ইলেকশন অফিসার দের নিয়ে ভিডিও কনফারেন্স করবেন মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। নির্বাচনী প্রস্তুতি নিয়েই এই ভিডিও কনফারেন্স করবেন। এদিকে রাজ্যের প্রথম দফা ভোটে আগামী ২৭ শে মার্চ ৩০ টি বিধানসভা কেন্দ্রে। প্রথম দফার ভোটের জন্য আজ নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে সঙ্গে মনোনয়ন পর্ব শুরু হয়ে গেছে।
এই পর্বের জন্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৯মার্চ, ১০ মার্চ সেগুলো পরীক্ষা করে দেখা হবে, মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ ১২ মার্চ। কমিশনের পক্ষ থেকে এও জানানো হয়েছে ভোটার লিস্ট এ নাম নাম তোলার কাজ এখনও চলছে, সেক্ষেত্রে প্রথম দফার জন্য নতুন করে আবেদন করার সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে , তবে বাকি দফার ক্ষেত্রে ভোটাররা সময় পাবেন। ৩মার্চ পর্যন্ত ২য় দফার জন্য, ১০ মার্চ তৃতীয় দফা, ১৪ মার্চ চতুর্থ দফা, ২১ মার্চ পঞ্চম দফা, ২৫ মার্চ ষষ্ঠ দফা, এবং ২৯ মার্চ সপ্তম সপ্তম এবং অষ্টম দফার দফার জন্য ।